বহুধা ভাষা, সংস্কৃতির পীঠস্থান ভারতবর্ষের অন্তর আত্মায় ভয়ের জগতেও বৈচিত্র্য কম নয়। সামাজিক, রাজনৈতিক এবং ভৌগোলিক প্রেক্ষাপট তৈরি করে দেয় ভয়-ভাবনার এবং ভয়ের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন অস্তিত্বের। ভূমিরূপের বদলের সঙ্গে সঙ্গে খাদ্যাভাস, বেশভূষা, ভাষা যেভাবে বদলে যায়, সেভাবেই পাহাড়, সমুদ্র, বনরাজির ভিন্ন ভিন্ন জীবনধারায় ভয়ের উপাদানের মাধ্যম আর ভয় দেখানো অস্তিত্বদের আকার- আকৃতি, আচরণের তারতম্য ঘটে। ভূত মানে কেবল মৃত মানুষের অতীত ছায়ামাত্র নয়, ভূত প্রবলভাবে বর্তমানের দ্যোতনা বহন করে। ভারতবর্ষের বিপুলা বৈচিত্র্যের মাঝে চাপা পড়ে থাকা বিভিন্ন সামাজিক সত্য প্রতিভাত হ্যাঁ ভূত, প্রেত বা অপদেবতার রূপকে। এই বই সেই বৃহৎ ভারতেরই এক সন্ধান।
Customer Support - Call / WhatsApp 9830324773, 6289577605 Email - [email protected]