নানা লেখকের কলমে ভূত নানা ভাবে দেখা দিয়েছে। কোনো ভূত ভয়ংকর। কেউ বা শান্ত। কেউ আবার মানুষের ক্ষতি করে বেড়ায়। এই ভূতেরও আবার অনেক ভাগ আছে। সে সব রূপকথা-লোককথায় পাওয়া যায়। নাহলে ভূত মানেই ভূতুড়ে ব্যাপার। এই হরেক রকম ভূত নিয়ে গল্প সংকলন ‘ভূতেরাও ভয় পায়’। সব গল্প ভিন্ন স্বাদের। সব জায়গায় যে—ভূত প্রধান হয়ে উঠেছে, এমন নয়। কোথাও ভূত প্রচ্ছন্ন হয়ে দেখা দিয়েছে। সেখানে ভয় পাওয়ার কিছু নেই। আবার কোথাও গা-ছমছমে ভয়। তবে সব গল্পই এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায়। বিচিত্র স্বাদ, গভীর অনুভূতি। পড়ার পর তৃপ্তিতে মনটা ভরে ওঠে, সেখানেই লেখকের সৃষ্টির সার্থকতা।
Customer Support - Call / WhatsApp 9830324773, 8777074851 Email - [email protected]