বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র,বিরূপাক্ষ—বাঙালির কাছে অতি পরিচিত এক নাম,তবে লেখক হিসাবে যতটা না পরিচিত তার চেয়েও বেশি পরিচিত কন্ঠশিল্পী হিসাবে। কারণ আপামর বাঙালির মহালয়ার সকালে ঘুমভাঙে এঁনার কন্ঠস্বর শুনে। রসিক মানুষ ছিলেন বিরূপাক্ষ। সাহিত্যজীবনে লিখেছেন বহু হাস্যরসাত্মক গল্প,রম্যরচনা,নাটক। সমাজের নানান ঘটনাকে পাঠকের সামনে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করে অসাম্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। জীবনের দীর্ঘকাল সাফল্যের সাথে কাজ করেছেন আকাশবাণী তে। বেতারের নানান অনুষ্ঠানের পূর্ণতাপ্রাপ্তি হয়েছে তার পরিকল্পনায় কিংবা কন্ঠস্বরে। কর্মজীবনেও নানা উত্থান-পতন এসেছে। শেষ জীবনে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বেতার জগত থেকেও। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবন,ওঁনার সকল সাহিত্যকর্মে,ওঁনার সম্পর্কে নানান বিদগ্ধ ব্যক্তিত্বের স্মৃতিচারণায় সমৃদ্ধ লালমাটি প্রকাশিত এই দুই খণ্ড।
Customer Support - Call / WhatsApp 9830324773, 6289577605 Email - [email protected]