গুপ্তধন’ শব্দটি ছোট্ট কিন্তু এর ব্যাপ্তি বিশাল। যুগে যুগে মানুষ গুপ্তধনের সন্ধানে ছুটে বেড়িয়েছে। আজও বোধহয় সে দৌড় থামেনি। সব সময় যে লোভ গুপ্তধন সন্ধানীদের তাড়া করে বেড়িয়েছে তা নয়। দুঃসাহসিক অভিযানের নেশায় তারা ছুটে বেড়িয়েছে গিরিকন্দর থেকে উত্তাল সমুদ্রের তলদেশে। কখনও তাদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, কখনও বা খালি হাতেই ফিরতে হয়েছে গুপ্তধন সন্ধানীদের। হেমেন্দ্রকুমার রায়ের বিপুল রচনাসম্ভারের মধ্যে বেশ কিছু লেখা গুপ্তধন সন্ধান নিয়ে। তার পাতায় পাতায় চমক। হেমেন্দ্রকুমারের বলিষ্ঠ রচনার গুণে দৃশ্যগুলো যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। পাঠক চলে যান আফ্রিকার গহন অরণ্যে কখনও বা মিশরের নীলনদের অববাহিকায়। এমন কিছু লেখা নিয়েই এই বই।
Customer Support - Call / WhatsApp 9830324773, 8777074851 Email - [email protected]