পঞ্চদশ শতাব্দীতে ইতালির দিগন্তে যে নবজাগরণের সূর্যোদয় হয় তার আলো ক্রমে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। রেনেসাঁসের প্রভাবে যেন কয়েক শতকের মধ্যে কয়েক হাজার বছর এগিয়ে যায় দর্শন, সাহিত্য, শিল্পের বোধ। কিন্তু ঠিক কেমন ছিল সেই আলো ঝলমলে সময়টা? কেবল কি আলো? নাকি প্রদীপের নীচে কিছুটা অনুচ্চারিত অন্ধকারও জমাট বেঁধে ছিল? দুই আশ্চর্য প্রতিভাশালী শিল্পী এবং এক অতি সাধারণ নারীর চোখ দিয়ে লিও-লিসা-মিকেল খুঁজতে চেয়েছে সেই সময়কে।
Customer Support - Call / WhatsApp 9830324773, 8777074851 Email - [email protected]