ম্যাজিস্টোরি’ এমন এক প্রশাসননির্ভর সিরিও-কমিক উপন্যাস যা পড়তে পড়তে কখনও দম বন্ধ হয়ে যাবে পাঠকের, কখনও মুচকি হাসিতে উথলে উঠবে অভিব্যক্তি। যাঁরা কখনও সরকারি দপ্তরের দ্বারস্থ হয়েছেন, তাঁরা আধিকারিকদের দেখেন অনেকটা দূর থেকে। যাঁরা কখনও দেখেননি, তাঁরা হয়তো শুনেছেন তাঁদের সম্পর্কে মানুষের এক মিশ্র অনুভূতি।
সেক্রেটারিয়েট টেবিলের ওপাশে বা লাল শালুতে ঘেরা বিচারমঞ্চের সিংহাসনপ্রতিম চেয়ারে যিনি আসীন, তিনিই বা তাঁর সামনের পৃথিবীকে দেখেন কীভাবে, সেই দেখা-ই বা কীরকম!
তাঁর দেখা সেই পৃথিবী এক জটিল ঝক্কি-ঝামেলার, সমস্যাসংকুল যার মুখোমুখি হয়ে কাটে তাঁর বহু বিনিদ্র রাত। সমাজের ঝঞ্ঝাট যে কত বিচিত্র, কত গভীর, কত শ্বাসরুদ্ধকর, আবার কখনও এত হাস্যকর হতে পারে তা আধিকারিকের আসনে না-বসলে জানতেই পারবে না কেউ।