ইতিহাস আশ্রিত কাহিনির প্রতি পাঠকের একটি স্বাভাবিক আকর্ষণ থাকে। যা ইতিহাস তাই অতীত। অতীতের অস্পষ্টতা রোমান্টিকতার সৃষ্টি করে। সেই আকর্ষণ আরও তীব্র করে তোলে। ‘আমি সিরাজের বেগম’, ‘মমতাজ-দুহিতা জাহানারা’, এবং ‘কিতাগড়’ এই তিনটি উপন্যাস নিয়েই প্রথম খণ্ড। প্রতিটি ঐতিহাসিক চরিত্রের পেছনে যে কাহিনি রয়েছে, ইতিহাসের পৃষ্ঠা তা বহন করে না। ইতিহাস উপেক্ষিত অনেক চরিত্রের সাক্ষাৎ এখানে মেলে, যাঁদের স্বার্থত্যাগ, প্রেরণা, প্রেম এক-একটি ঐতিহাসিক চরিত্র গঠনে সহায়তা করে। এই উপন্যাস তিনটির প্রতি পৃষ্ঠায় তার অনুপম নিদর্শন মেলে।
Customer Support - Call / WhatsApp 9830324773, 8777074851 Email - [email protected]