হাসির গল্পের নাকি বাজার মন্দা। শেয়ার মার্কেটের মত ধস নেমেছে। হাসি ছাড়া জীবন, বউ ছাড়া হানিমুনের মতো। তাই যত্রতত্র গুরুগম্ভীর আলোচনা হাসির লেখক নেই, তাই পাঠকও নেই। অথবা পাঠক নেই, তাই হাসির লেখকও নেই। এই বিষচক্রে যখন সবাই দিশেহারা তখন আমরা বলি দুই-ই আছে। শুধু বারুদে অগ্নি সংযোগের কাজটা ঠিকমতো হচ্ছে না। এখন সেই অগ্নি সংযোগের কাজটি করবেন উল্লাস মল্লিক। জীবন তুবড়ির কঠিন খোলের মধ্যে ঠাসা মশলায় একটি অমোঘ স্ফুলিঙ্গ নিক্ষেপ করেন তিনি। তখন ফোয়ারার মতো হাসি বেরিয়ে আসে। কখনও মুচকি, মৃদু, কখনও প্রাণখোলা হো হো। এইরকম পঁচিশটি হাসির তুবড়িতে সাজানো এই বই।
Customer Support - Call / WhatsApp 9830324773, 8777074851 Email - [email protected]