চিত্রকর সত্যজিৎ রায়কে নিয়ে একটি শর্ট ফিল্ম করার পরিকল্পনা ছিল পূর্ণেন্দু পত্রীর। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেই পরিকল্পনা পিউপা থেকে প্রজাপতির ডানা হয়ে উঠতে পারেনি। প্রায় চার দশক ধরে সত্যজিৎকে নিয়ে লেখালিখি করলেও তাঁকে নিয়ে পূর্ণাঙ্গ কোনো বই পূর্ণেন্দু পত্রীর জীবদ্দশায় প্রকাশিত হয়নি। নেহাত স্তুতি বা বিশেষণের পাহাড় নয়, যুক্তির আলোয় ঘুরিয়ে ফিরিয়ে তিনি নানান গদ্যে-প্রবন্ধে চিনে নিতে চেয়েছেন সত্যজিতের মনন। সত্যজিতের পক্ষে ও বিপক্ষে পূর্ণেন্দুর যত কথা, গ্রন্থিত ও অগ্রন্থিত, প্রথমবার সংকলিত হল দু’মলাটের মধ্যে। এই সমস্ত লেখা দিতে পারে নতুন কোনো ভাবনার সূত্র, পুনর্বিচারের প্রেরণা, যা হয়তো নতুন করে সত্যজিৎকে আবিষ্কারের রাস্তা দেখাবে।
Customer Support - Call / WhatsApp 9830324773, 8777074851 Email - [email protected]