সময়ের বিরুদ্ধে গিয়ে ‘মেসিয়ানার জ্যোৎস্নারাত ‘ বইটা এত তাড়াহুড়োর সঙ্গে বইমেলার জন্য শেষ করতে হয়েছে যে সামান্য কিছু বানান ভুল। কিছু typo থেকে যাওয়া অনিবার্য ছিল। আছেও। আমি এবং প্রকাশক বইটা ছাড়ার আগে ঠিক করি এখনকার মতো ছাপতে যাক। বইমেলার পর সেকেন্ড এডিশনে কারেকশন করে নেব দ্রুত। তখন আন্দাজ করিনি, হয়তো করা উচিত ছিল যে বঙ্গদেশে লিওনেল মেসির এমন জনপ্রিয়তা যে মাত্র আড়াই দিনে তাঁকে ঘিরে মিডিওকার বইয়েরও সংস্করণ শেষ করে দিতে পারেন ! বইমেলার মাঝে ভুল শোধরানোর সুযোগ নেই। আজ বিকেলে মাঠে সেকেন্ড এডিশনের বই ঢুকে যাবে। তাই ত্রুটিবিচ্যুতি সারিয়ে তৃতীয় এডিশনেই এগুলো ঠিক করা যাবে। বইমেলার পর। নিজগুণে মার্জনা করে দেবেন। আবার বলি মেসির ক্রেজ অবিশ্বাস্য।
Customer Support - Call / WhatsApp 9830324773, 8777074851 Email - [email protected]